• Blogs
  • BCS Learning Center
  • আজকে মুক্তিযোদ্ধা কোটায় প্রাক প্রাথমিক পরীক্ষার সাধারণ জ্ঞান ও বাংলা অংশের উত্তর

আজকে মুক্তিযোদ্ধা কোটায় প্রাক প্রাথমিক পরীক্ষার সাধারণ জ্ঞান ও বাংলা অংশের উত্তর

১. বাক্য সংকোচন: হাতির বাসস্থান
উত্তর: খাদ
২. এবাকাস কি??
উত্তর: এক প্রকার গননা যন্ত্র
৩. কোন দুটি রচনা একই শ্রেনীর??
উত্তর: অগ্নিবীনা ও গিতাঞ্জলি
৪. "যা সহজে অতিক্রম করা যায় না" এই বাক্যাংশের সংক্ষিপ্তরুপ কি??
উত্তর: দূরতিক্রম
৫. কোন শব্দটি পুত্র শব্দের সমার্থক নয়??
উত্তর: শৈলজ
৬. বাংলা বর্নমালায় কয়টি কটি "ব" আছে??
উত্তর: দুটি
৭. বাংলাদেশের সংবিধান কয়বার সংশোধীত হয়েছে??
উত্তর: ১৬ বার
৮. ঐশ্বর্য এর বিপরীত শব্দ কোনটি??
উত্তর: নি:স্ব
৯. কোন বানান্টি শুদ্ধ??
উত্তর: মুমূর্ষু
১০. ভৌগলিকভাবে গুরুত্বপূর্ন যে রেখাটি বাংলাদেশের উপর দিয়ে গিয়েছে তা হলো
উত্তর: কর্কট ক্রান্তি রেখা
১১. মনমাঝি এর সঠিক ব্যাস বাক্য কি??
উত্তর: মনরুপ মাঝি
১২. Pragmetic শব্দের অর্থ কি??
উত্তর: বাস্তবধর্মি
১৩. seismigraph কি??
উত্তর: ভূমিকম্প মাপার যন্ত্র
১৪. কোনটি খাটি বাংলা উপসর্গ??
উত্তর: অজ
১৫. Amicable শব্দের অর্থ:
উত্তর: সৌহার্দপূর্ণ
১৬. কোন দেশটি BIMESTEC এর সদস্য নয়??
উত্তর: পাকিস্তান
১৭. ২০১৬ সালে সাহিত্যে নোবেল পুরষ্কার কে পেয়েছেন??
উত্তর: বব ডিলান
১৮. কোনটি মহাপ্রান ধ্বনি??
উত্তর: খ,ঝ
১৯. মহাস্থানগড় এর পুরাতন নাম কি??
উত্তর: পুণ্ড্রবর্ধন
২০. কমইউটারের কোনটি নেই??
উত্তর: বুদ্ধি
২১. কোনটি মূল ধ্বনি নয়??
উত্তর: ঔ
২২. বাংলা বর্নমালায় মাত্রহীন বর্ন কোনটি??
উত্তর: ১০ টি
২৩." কলসিটি কানায় কানায় ভরা কোন কারকে কোন বিভক্তি??
উত্তর: স্থানাধীকরনে ৭মী
২৪. NAFTA এর সদস্য সংখ্যা কয়টি??
উত্তর: ৩ টি
২৫. বাক্যসংকোচন কী??
উত্তর: একটি মাত্র শব্দে ভাবকে প্রকাশ করা।
২৬. শশব্যাস্ত কোন সমাস??
উত্তর: কর্মধারয় সমাস
২৭. বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে??
উত্তর: বঙ্গবন্ধু শেখমুজিবর রহমান
২৮. অনাদর এর সঠিক ব্যাস বাক্য কোনটি??
উত্তর: ন আদর
২৯. ৭ মার্চ ১৯৭১ এর বিঙ্গবন্ধুর ভাষনের মূল বক্তব্য কি ছিল??
উত্তর: স্বাধীনতা সংগ্রাম তথা মুক্তি সংগ্রামের ঘোষনা
৩০. ষোল কলা শব্দটির অর্থ কি??
উত্তর: সম্পূর্রন
৩১. কোনটি আদি স্বরাগম??
উত্তর: স্ত্রী - ইস্ত্রী
৩২. প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন বেলফোর ঘোষনা ১৯১৭ এর মূল প্রতিপাদ্য ছিল কি??
উত্তর: ইহুদিদের জন্য জাতি রাষ্ট্র গঠন
৩৩. BRICS মূলমন্ত্র কী??
উত্তর: সদস্য দেশের মধ্যে সহযোগিতা বৃদ্ধি
৩৪. কোন রাষ্ট্রগুল দ্বীপের সমষ্টি??
উত্তর: ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া
৩৫. কোন বাননটি শুদ্ধ??
উত্তর: অসমীচীন
৩৬. বাংলাভাষার মধ্যযুগ
উত্তর: ১২০১ থেকে ১৮০০ খৃষ্টাব্দ
৩৭. বৈদ্যুতিক ঘন্টায় বিদ্যুৎ শক্তি কোন প্রকার শক্তিতে রূপান্তরিত হয়..
উত্তর: শব্দ শক্তিতে
৩৮. মুক্তিযুদ্ধে আত্মসমরপনের দলিল কোথায় স্বাক্ষরিত হয়??
উত্তর: সোহরোয়ার্দি উদ্যানে
৩৯. মাইক্রোনেশিয়ার অবস্থান হল
উত্তর:পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে
৪০. রাজর্ষি এর ব্যাসবাক্য কোনটি??
উত্তর: যিনি রাজা তিনিই ঋষি
৪১. বাংলা ভাষার প্রথম মুসলিম কবির নাম কী??
উত্তর: শাহ মুহম্মদ শগীর
=========